বিজয় বার্তা ২৪ ডট কম
১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফতুল্লার দেওভোগ শেষমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ফতুল্লার দেওভোগ শেষমাথা এলাকার আলী মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৮) এবং একই এলাকার মৃত আমির হোসেন সর্দারের ছেলে মিঠু (২৫)।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩০ বোতল ফেনসিডিলসহ মিঠু এবং বাদশা মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।