বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ ছিনতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এনায়েত নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। বিষয়টি আজ দুপুরে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো-নগরীর গলাচিপা এলাকার হানিফ মিয়ার ছেলে অটোচালক ফাহিম, একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সাগর, ফতুল্লার মাসদাইরের লিয়াকতের ছেলে আলামিন, মাসদাইর লিচুবাগানের ফজলুল রহমানের ছেলে বিল্লাল হোসেন ও মাসদাইর গুদারাঘাট এলাকার ইব্রাহিম মল্লিকের ছেলে আরমান।
পুলিশ জানায়, আটককৃত ৫ ছিনতাইকারী রাতে ফতুল্লার পঞ্চপটি বিসিক শাহী মসজিদের সামনে থেকে শাজাহান নামে এক যুবককে অপহরণ করে সিএনজিতে তোলে। এক পর্যায়ে তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত সিএনজি থেকে ফেলে দেয়ার চেষ্টা করে। এসময় রাস্তায় পুলিশ গাড়ি দেখে তারা সিএনজিসহ গাবতলীর ভেতর ঢুকে পড়ে। এদিকে ওই যুবক ৫ জনের একজনকে ঝাপটে ধরে চিৎকার শুরু করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে।