বিজয় বার্তা ২৪ ড টকম
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ ইয়াকুব নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে দাপা শৈলকুড়া এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জামানের ঘাটের কাছে থেকে এই লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ ।
কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ভিটি ভাড়াটিয়া গ্রামের মৃত. আলতু মিয়ার ছেলে নিহত ট্রাক চালক ইয়াকুব আলী (৪৩)।
সে আলীগঞ্জ এলাকায় স্ত্রী ও ৫ শিশু সন্তান নিয়ে বসবাস করে ইব্রাহীম মিয়ার ট্রাক চালাতো ভাড়ায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বুড়িগঙ্গা নদীর তীর থেকে ইয়াকুব নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর জানা যাবে।