বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মুসলিমনগর মধ্যপাড়া এলাকায় রূপালী (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই এলাকার সামসুল হকের ভাড়াটিয়া বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপালী ওই বাড়ির ভাড়াটিয়া রিকসা চালক লালটু মিয়ার স্ত্রী। সে পেশায় একজন পিঠা বিক্রেতা ছিলেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
অন্যান্য ভাড়াটিয়ারা জানান, রূপালী তার প্রথম স্বামীকে বিচ্ছেদ করে লালটু মিয়াকে এক বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। শনিবার রাতেও ঝগড়া হয় এবং লালটু মিয়া মারধর করে রূপালীকে। রোববার সকালে লালটু বাসা থেকে বের হয়ে কাজে যায়। এরপর সারাদিন ঘর থেকে রূপালী বের না হলে আশপাশের লোকজন তাকে অনেক ডাকাডাকি করে।
এক পর্যায়ে একই বাড়ির ভাড়াটিয়া রমজান আলী ঘরের টিন টেকে দেখেন রূপালী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে আছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। রূপালী বাড়ির পাশেই একটি গাছের নিচে পিঠা তৈরি করে বিক্রি করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহে রূপালী আত্মহত্যা করেছে। ময়তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।