বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার চাঁনমারী এলাকায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে বিথি আক্তার নামের এক নব বধূঁ আত্মহত্যা করেছে। এঘটনায় গতকাল ফতুল্লা মডেল থানায় আত্মহরনকারী বিথির বাবা মো.কবির মুন্সী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। মামলা নং ১৯/২০১৮ ।
এলাকাসূত্রে জানাযায়, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন গোবিন্দপুর এলাকার মৃত একন আলীর ছেলে মো. কবিরন মুন্সী (৪৭)। সে তার পরিবার নিয়ে ফতুল্লার চাঁনমারী এলাকায় ভাড়া থাকে। তার মেয়ে বিথি আক্তার। তাকে ইসলামের শরীয়ত মোতাবেক হাসানের সাথে বিবাহ দেয়। হাসান (২২) পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন উলানিয়া গ্রামের মো. জাফরের ছেলে।
বিথি সর্বসময় স্বামীর অবাধ্যে চলাফেরা করে। গতকাল তার স্বামীর সাথে অভিমান করে নির্জনে সংগোপনে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে বিথি আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক সুরাতহাল রির্পোট তৈরী করে । লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।