বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জে বন্ধকৃত তানিয়া টেক্সটাইল মিলের শ্রমিকরা তাদের সকল পাওনা টাকা বুঝে পেলেন শ্রমিকনেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ ও রফিকুল ইসালামের মধ্যস্থতায়। সোমবার বিকেলে চাষাড়া শ্রমকল্যাণ অফিসে মালিকপক্ষ্য ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতে এ সমযোতায় বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রে জানাযায়, তানিয়া টেক্সটাইল মিল মালিক পক্ষ্য গত ডিসেম্বর মাসের বেতন দিয়ে শ্রমিকদের পূর্ব নোটিশ না দিয়ে কারখানাটি বন্ধ করে চলে যান। শ্রমিকরা অনেক দেনদরবার করেও মালিক পক্ষ্যহতে কোন প্রকার সহযোগিতা পাচ্ছিলেন না। এরপর তারা স্থানীয় শ্রমিক নেতাদের দ্বারস্থ হন। অবশেষে গতকাল সোমবার (১৩ মার্চ ) বিকেলে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার এর কার্যকরি সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক নূরুল ইসলামের নেতৃত্বে একটি শ্রমিক প্রতিনিধি দল শ্রমকল্যাণ ভবনে মালিক পক্ষের সাথে বৈঠক অনুষ্টিত হয়। শ্রমিক নেতৃবৃন্দের জোরালো ভূমিকায় অবশেষে ২০০৬ সালের ২৬ ধারায় মালিক পক্ষ্য তাদের দাবী মেনে নিতে বাধ্য হয়। এতে করে বর্তমান মাস প্রর্যন্ত শ্রমিকরা সর্বোচ্চ ৩ লাখ এবং সর্বনিম্ম যাদের চাকুরির বয়স ২ মাস হয়েছে তারা ও ১৫ হাজার টাকা করে পেয়েছেন এতে প্রায় ৬০ লাখ টাকা শ্রমিকরা বুঝে পায়। উল্লেখ্য তানিয়া টেক্সটাইল মিলে মোট ১৭১ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে জানাগেছে।