বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় লাল খাঁ এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে লাল খাঁ এলাকার কালাচানে আবদুর রশিদ বেপারীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শ্রমিকের নাম নবী হোসেন (৪০), লিয়াকত হোসেন (৩৮) ও শাহীন (৩৫)।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল জানিয়েছেন, সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে ভেতরে নামেন নবী হোসেন। কিছুক্ষণ অতিবাহিত হলে নবী হোসেনের সাড়া না পেয়ে লিয়াকত ও শাহীন নামেন। ধারণা করা হচ্ছে, এ সময় তিন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।