বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় পেপসিকো কোম্পানী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকান থেকে নগদ ৯ লাখ ৮৮ হাজার ৯শত টাকা চুরি করে নিয়ে যায়। ওই প্রতিষ্ঠানটির সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন থানা পুলিশের কাছে প্রতিষ্ঠানের পরিচালক আশরাফ আলী মৃধা(৩৬)।
মামলা দায়েরর পর পুলিশ রোববার(২৯ মে) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া টাকার আংশিক টাকা উদ্ধার সহ এজাহারনামীয় আসামী মোঃ সাবির হোসেন (২০) কে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(৩) জানায়, চুরি যাওয়া টাকার আংশিক দুই লাখ সত্তর হাজার টাকা উদ্ধার সহ এজাহারনামীয় আসামী সাবির কে হালুয়াগাটস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাবির হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মোঃ আকবর আলীর পুত্র মোঃ সাবির হোসেন।
জানা যায়, মামলার বাদী আশরাফ আলী মৃধা শিয়াচর তক্কার মাঠস্থ নজরুল ইসলামের সেভেন স্টার বিল্ডিংয়ের নীচ তলায় একটি গোডাউন ভাড়া নিয়ে পেপসিকো কোম্পানীর পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছিলেন। চলতি মাসের ১৬ তারিখে গ্রেফতারকৃত সাবির হোসেন সহকারী সেলসম্যান হিসেবে চাকুরী নেয়। বৃহস্পতিবার (২৬ মে) রাত এগারোটার দিকে বাদীর ম্যানেজার শফিকুল ইসলাম গোডাউনে থাকা আলমারীর লকারে ৯ লাখ ৮৮ হাজার ৯শত টাকা রেখে তা তালাবদ্ধ করে গোডাউনে তালা মেরে নিজ বাসায় চলে যায়। শুক্রবার(২৭ মে) সকাল আটটার দিকে ম্যানেজার শফিকুল ইসলাম গোডাউনে এসে দেখে লকারের তালা ভেঙ্গে লকারে থাকা টাকা চুরি কর নিয়ে গেছে।সাথে সাথে বিষয়টি বাদী কে জানালে বাদী ঘটনাস্থলে এসে গোডাউমে থাকা সি,সি,টিভির ভিডিও ফুটেজে দেখতে পায় রাত তিনটার দিকে গ্রেফতারকৃত সাবির হোসেনমসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জন গোডাউনের পশ্চিম পার্শ্বের ভ্যানডিলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরবর্তীতে লকারের তালা ভেঙ্গে লকারে থাকা সকল টাকা চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, চুরি যাওয়া টাকার আংশিক ২ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার সহ এজাহারনামীয় আসামী সাবির হোসেন কে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া বাকী টাকা উদ্ধার সহ জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।