বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা রেল স্টেশন এলাকায় পরকিয়া প্রেমিকার সন্তানকে পরকিয়া প্রেমিকের সন্তানেরা ধরে এনে শিকল দিয়ে নারিকেল গাছের সাথে বেধে রেখেছে। পুলিশ গিয়ে শিকল বাধা অবস্থায় প্রেমিকার ছেলে জুয়েলকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে প্রেমিকের দুই ছেলেকে আটক করে।
আটককৃতরা হলো জাহাঙ্গীর হোসেন ওরফে দালাল বাদশার দুই ছেলে শাকিব (২০) ও শাকিল (১৮)। বুধবার দুপুর ৩টায় ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলোনী এলাকায় এঘটনা ঘটে।
আটক শাকিব জানান, তার বাবা জাহাঙ্গীর হোসেন ওরফে দালাল বাদশা(৫৫) প্রায় তিন বছর ধরে তাদের এলাকার কামালের বাড়ির ভাড়াটিয়া আয়ুব আলীর স্ত্রী সখিনার (৪২) সঙ্গে পরকিয়া করে আসছে। এনিয়ে আমাদের পরিবারের অশান্তি দেখা দেয়। বুধবার দুপুরে সখিনা ফোন করে আমার বাবার মোবাইলে। এরপর খোজ খবর নিয়ে আমরা তার বাড়িতে গিয়ে তাকে পরকিয়া করতে নিষেধ করলে তার ছেলে জুয়েল ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর আমরা জুয়েলকে ধরে আমাদের বাড়িতে নিয়ে আসি।
সখিনার ছেলে জুয়েল জানান, আমার মা সখিনা ফতুল্লা রেলষ্টেশনে কাচা তরকারী বিক্রি করেন। এতে শাকিবের বাবার সঙ্গে আমার মায়ের প্রেমের সম্পর্ক হয়। তার বাবা ফোন করে আমার মাকে প্রায় সময় উত্যক্ত করতেন। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে উল্টো তার বাবা আমাকে হত্যার হুমকি দিতো। বুধবার দুপুরে শাকিব তার ভাই শাকিল আমাদের বাসায় এসে ঘরের আসবাবপত্র ভাংচুর করে আমাকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর একটি নারিকেল গাছে শিকল দিয়ে বেধে আমাকে মারধর করে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই নাজনীন ঘটনাস্থল থেকে শিকলে বাধা অবস্থায় জুয়েলকে(২২) উদ্ধার করে এবং অপহরনকারী ২ জনকে গ্রেফতার করে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।