বিজয় বার্তা ২৪ ডট কম
পাওনা টাকা না পেয়ে দেনাদারকে অপহরনের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা চালিয়েছে পাওনাদার’সহ তার সহযোগীরা। ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফতুল্লা থানাধীন কোতালেরবাগ বৌ-বাজারস্থ আর,বি টেক্স নামক প্রতিষ্ঠানে ঘঁনাটি ঘটেছে। এ ব্যপারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আহত আশরাফ সিকদার (৪০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিকিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে জানা গেছে।
ঘটনাস্থলের তথ্য সংগ্রহকালে আহত আশরাফ সিকদার উপস্থিত সাংবাদিকদের জানান, একই থানাধীন রামারবাগ এলাকার বাসান্দা মোজাফ্ফর সরকারের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে কিছু টাকা ধার নিয়েছিলাম। সেই সুত্র ধরে মোজাফ্ফর অজ্ঞাত ৫/৬ জন সহযোগী নিয়ে আজ সকাল সাড়ে ১০ টায় আমার প্রতিষ্ঠানে এসে মোটা অংকের টাকা দাবী করে। এ নিয়ে তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাফ্ফর ও তার সাথে থাকা সহযোগীরা আমাকে অপহরন করে তুলে নেয়ার চেষ্টা করে। কিন্তু প্রতিষ্ঠানের শ্রমিকরা এগিয়ে এলে অপহরন করতে ব্যর্থ হয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। এসময় আমাকে হত্যার উদ্দেশ্যে মোজাফ্ফর তার হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে আমার মাথা, মুখ ও বাম হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। পাশাপাশি তার সাথে থাকা সহযোগীরা আমাকে এলোপাথারি মারধর,সহ অফিসের আসবাবপত্র ভাংচুর করে। পরে অফিসের ক্যাশ ভেঙ্গে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা,সহ মোট ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।