বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়েল কারখানার এক ষোড়শী নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার রাতে ফতুল্লার বটতলা শাহাজালাল রোলিং মিল এলাকার মসজিদ গলিতে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় দিবাগত রাতে ফতুল্লার বটতলা এলাকা থেকে ৬ ধর্ষনকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ছয় ধর্ষণকারী হলেন, রাসেল, আলামিন, রবিন, সুজন, শাহাদাৎ ও সুমন। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ছয়জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ফতুল্লার রেল লাইন এলাকায় বসবাস করে এবং চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, ধর্ষিতা কিশোরী স্থানীয় একটি কয়েল কারখানায় কাজ করে। সোমবার রাতে কাজ শেষে কারখানার মালিক আব্দুল কাদিরের সাথে রিকসায় বাসায় ফেরার পথে বটতলা এলাকায় চিহ্নিত বখাটে সুমন রিকসার গতিরোধ করে। কাদিরকে মারধোর করে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। আহত অবস্থায় কাদির ফতুল্লা থানায় হাজির হয়ে জানালে পুলিশ অভিযান চালিয়ে মসজিদ গলি থেকে কিশোরীকে উদ্ধার করে এবং ৬ জনকে আটক করে।