বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, মির্জা ফখরুলের মায়াকান্দা দেখে আমার খুবই কষ্ট হয় উনি বলেন, ওনার নেতা-কর্মীরা নাকি খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আপনি সম্মানিত মানুষ আমি আপনাকে অসম্মান করে কিছু বলতে চাইনা। কর্মীদের জন্য এমন দরদ থাকা ভাল। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায়। যেদিন একুশে আগষ্ট ওই হাওয়া ভবন থেকে পরিকল্পনা করে একের পর এক ১৮টা গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়েছিল। আমার নেত্রীকে বাঁচাতে গিয়ে অনেকেই যে বোমার স্প্রিন্টার বুকে নিয়ে আইভী রহমান ও মেয়র হানিফসহ ২২টি তাজা প্রাণ শহীদ হয়েছিল রক্তে রঞ্জিত হয়েছিল গোটা রাজপথ তখন আপনার এ কান্না কোথায় ছিল। যখন শাহ এম এস কিবরিয়া,আহসানউল্লাহ মাষ্টারকে বোমা হামলায় হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল আপনার আবেগের কান্না।
শনিবার বিকেলে ৫টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগ কর্তৃক বন্দরের খান বাড়ির মোড়স্থ প্রধাণ সড়কে আয়োজিত দোয়ার মাহফিল পূর্বক অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগেই বলেছিলাম নারায়নগঞ্জ হচ্ছে জঙ্গীদের একটা অভয়ারন্য। তখন আমার কথা কেউই বিশ্বাস করেনি সবাই বলেছে শামীম ওসমান ফাঁকা আওয়াজ ছাড়ে। কিন্তু সেই কথা এখন ফলপ্রস্যূ হয়েছে। এখন কি বলবে সমালোচকরা। নারায়ণগঞ্জে একটি পত্রিকা আছে যারা সুযোগ পেলেই আমাদের বিরুদ্ধে লেখে। যে ঐ পত্রিকাটি চালায় সে একজন বিহারীর ছেলে। তার বাড়িতে পাকিস্তানীরা সে সময় অবস্থান করে আমার মা-বোনের উপর অত্যাচার চালাতো। সেটি নাকি জামায়াতের টাকায় চলে। শামীম ওসমান আরো বলেন,মেয়র আইভী বলেন আমি নাকি ঝুঝু বুড়ির গল্প শুনাই এখন কি বলবেন এখনতো আর কোন জবাব নেই। একটা কথা বঙ্গবন্ধুকে হত্যা করে নরপিশাচের দল বাঙ্গালী জাতির স্বপ্নকে হত্যা করেছে। আনোয়ার হোসেন মেয়র হওয়ার জন্য আসেনি তিনি এসেছেন জনগনের জন্য কাজ করতে। তিনিই হবেন জনগণের প্রকৃত জনপ্রতিনিধি।

