বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়নের কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।
শুক্রবার বাদ আছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
এসময় দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সউদ মাসুদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জীবন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এমএ খান মিঠু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যকর্মীবৃন্দ ও নিহত মেহেদী হাসান নয়নের পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন।