বিজয় বার্তা ২৪ ডট কম
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসী ব্যবসায়ীদের রেমিটেন্স এর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান। প্রয়োজনে তিনি সংযুক্ত আরব আমিরাতে বিজনেস কাউন্সিল ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষনের মাধ্যমে অদক্ষ ও কর্মহীন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে সহযোগীতা করতে এগিয়ে আসার জন্য বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এমপি সেলিম ওসমান।
সুদূর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এশিয়ান প্যালেস হোটেলে গত শনিবার ১৪ অক্টোবর রাত ৯টায় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তাবায়ন ও নিদিষ্ট সময়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ উন্নীত করতে আজমান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান এ আহবান রাখেন। এছাড়াও আজমানে বঙ্গবন্ধুর নামে একটি স্কুল নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১লাখ দেরহাম অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।
মত বিনিময় সভায় বক্তারা সংযুক্ত আবর আমিরাতে প্রবাসী ব্যবসায়ী এবং কর্মজীবীদের সন্তানদের লেখাপড়ার জন্য বাংলাদেশী স্কুল না থাকার বিষয়টি উল্লেখ করে একটি স্কুল নির্মানের দাবী রাখেন। যার পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান ২০১৮ সালের মধ্যে আজমানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নামে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ দেরহাম অনুদানের ঘোষণা দিয়েছেন।
তাঁর এ ঘোষণার পরপর সভায় উপস্থিত সকল ব্যবসায়ীরা সেলিম ওসমানকে প্রস্তাবিত স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক করে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সমন্বয়ে স্কুলের কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন।
মত বিনিময় সভাটি আজমান’র প্রায় সাত শতাধিক বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বাংলাদেশের বাইরে ব্যবসায়ীদের নিয়ে কোন মত বিনিময় সভায় এবারই প্রথম এতো বিপুল সংখ্যক প্রবাসী ব্যবসায়ীর সমাগম ঘটেছে। এ সময় সেলিম ওসমান আগামী ২০১৮ সালের ১৮ জানুয়ারী বাংলাদেশের বাণিজ্য ও নৌ-পরিবহন মন্ত্রনায়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিয়ে নতুন পণ্য বাজারজাত করনের জন্য একটি মেলা আয়োজনের ঘোষণা দেন।
আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল। সভায় আরো উপস্থিত ছিলেন সুলতান সাইফ গালাদার।
প্রবাসী ব্যবসায়ীদের অনুরোধে সেলিম ওসমানকে সাথে নিয়ে আজমানে নারায়ণগঞ্জ ক্লাবের একটি শাখা প্রতিষ্ঠার ঘোষণা দেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু। ওই শাখায় বাংলাদেশের চট্রগ্রাম, সিলেট, বরিশাল জেলার প্রবাসীদেরও নারায়ণগঞ্জ ক্লাব ব্যবহারের সুযোগ থাকবে।
সভায় ইলেক্ট্রনিক্স মিডিয়া চিটাগাং সমিতি, সিলেট সমিতি, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ, আজমান বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ সমিতি, দুবাই বিজনেস ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ দুবাই এবং নারায়ণগঞ্জের প্রবাসী গোলাম জাকারিয়া ভূঁইয়া, হাসান মাহমুদ, হাবিবুর রহমান বাবু, রানা, হানিফ মিয়া, জজ মিয়া, মুজিব মিয়া, আক্তার হোসেন, আহমেদ মাহ্তাব উদ্দিন সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গত শুক্রবার ১৩ অক্টোবর রাতে স্থানীয় একটি হোটেলে নারায়ণগঞ্জের প্রবাসী ব্যবসায়ীদের সাথে একটি মত বিনিময় সভায় যোগ দেন এমপি সেলিম ওসমান। ওই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাম জাকারিয়া ভূঁইয়া, হাসান মাহমুদ, হাবিবুর রহমান বাবু, রানা, হানিফ মিয়া, জজ মিয়া, মুজিব মিয়া, আক্তার হোসেন, আহমেদ মাহ্তাব উদ্দিন, মোক্তার হোসেন, আমজাদ হোসেন, গোলাপ মিয়া, মোহাম্মদ হোসেন, হাজী রানা, ওবায়েদউল্লাহ্, আলমগীর, জাকির হোসেন, মোঃ ফজলুর রহমান বাবলু সহ প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।