বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের ভিত্তিতে সমাবেশের মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে তিনি এই কথা বলেন ।
মঙ্গলবার বিকাল ৪য় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর কার্যালয়ের সামনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সাধারণ সম্পাদক আবেদ হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সোনারগাঁ থানা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কামাল , মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জি.এম আরমান, সহ সভাপতি আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক, এড. মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সহ সভাপতি এড আলী আকবর, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলেয়া শাখাওয়াত, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান সৃতি প্রমুখ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ তৃণমূল নেতৃবৃন্দ যারা দল এবং জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনা কে ভালবাসে তাদের কে নিয়ে আগামী ২৯ তারিখে পৌর ওসমানী স্টেডিয়ামের সামনে সমাবেশ করবো। আর এখানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরেব সকল কর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগকে সু সংগঠিত ও সুন্দর ভাবে সাজানো হবে।
তিনি আরও বলেন, আমি কোন পদে জন্য রাজনীতি করি না । আমি রাজনীতি করি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের মানুষকে ভালবেসে। আমি যত দিন বেঁচে আছি ততদিন সাধারণ মানুষের সেবা করে যাবো।