বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নাসিক নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। ভোট দেওয়ার জন্য জনগণকে সাহস যোগাতে হবে। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে আমাদেরকে ঠেকিয়ে রাখার সামর্থ কারো নাই।
নৌকায় মানুষের অনীহা রয়েছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, নৌকা মার্কার প্রার্থী তার অনুশোচনা, তার ক্ষোভ, তার দু:খ, তার কথার মধ্য দিয়ে বেড়িয়ে আসছে। তিনি (আইভী) বলছেন, মার্কা যাই হউক আমাকে ভোট দিন। তিনি বুঝতে পারছেন নৌকা মার্কার প্রতি মানুষের অনীহা আছে। সেই কারনে তিনি নৌকাকে প্রাধান্য না দিয়ে নিজেকে প্রাধান্য দিচ্ছেন। আজকে আইভীর মনের কষ্ট একটাই, মনে মনে এটাও বলেন, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না । শেখ হাসিনার ভাঙ্গা নৌকায় উঠে আইভী কিন্তু এখন বিড়ম্বনায় পড়েছে। কিন্তু শাখাওয়াত শহীদ জিয়ার রহমানের ধানের শীষ , আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ নিয়ে লড়ছেন। এই ধানের শীষের প্রতি প্রতিটি মানুষের বিশ্বাস, আস্থা সব কিছুই আছে। জনগণ অনেক দিন ধরে ভোট দিতে পারে না, তাদের ভোট অন্যরা দেয় উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, এ লড়াই আমাদের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই। এ লড়াই জনগণের লড়াই।
বৃহস্পতিবার (৮ ডিসম্বের) বিকেলে সিটি কর্পোরেশনের ২ ওয়ার্ডের মৌচাক বাস স্ট্যান্ডে দাড়িয়ে দিনের নির্বাচনী প্রচারনা শেষে তার বক্তব্যে এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সম্পাদক শ্যামা ওবায়েদ, হাবিবুর রশিদ হাবিব, নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান,বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপি’র জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সিাট করপোরেশনের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের ওমরপুরে থানা এলাকার প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়। এরপর সেখান থেকে পায়ে হেটে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে ধানের শীষের প্রচারনা শুরু করেন । ১ ও ২ নং ওয়ার্ডে গণসংযোগ করে সাড়ে বিকেল ৪টায় মৌচাক বাস স্ট্যান্ডে এসে প্রচারনা শেষ করেন ।