বিজয়বার্তা ২৪. কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান বলেছেন, , আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দুই হাত তুলে দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে সুস্থ ও ভাল রাখেন। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাকে নিয়ে আর সেই স্বপ্ন পূরন করতে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য কাজ করছে তিনি যে তা সম্পূন করতে পারেন। শেখ হাসিনা উন্নয়নকে বাধাগস্ত করতে একটি মহল বাংলাদেশকে নিয়ে অপপ্রচারের ও ষড়যন্ত্র করছে তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব ও জঙ্গীবাদে বিরদ্ধে রুখে দাঁড়াবো।
বুধবার বিকাল ৫টায় পশ্চিম দেওভোগ নাগবাড়ি সাধু নাগ মহাশয়ের আশ্রমে সাধু নাগ মহাশয়ের ১৭০ তম শুভ জন্মোৎসব অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান আরো বলেন, এমন একজন সাধু নাগ মহাশয়ের আশ্রমে আমি আসতে পেরে নিজে ধন্য মনে করছি কারন সে মহান ব্যক্তির আজ ১৭০ তম জন্মোৎসব। সাধু নাগ মহাশয়ের মত জ্ঞানী মানুষের কথা বলার মত জ্ঞান আমা নেই। আমি তার কথা শুনেছি। এ সকল মহত্ত্ব সাধু , ধমীয় ব্যক্তিরা পৃথিবীতে জন্ম নেন শুধুমাত্র মানুষের সেবা দান করার জন্য। যাদের মা নেই শুধু তারাই বুঝবে মা কি মূল্যবান। সাধু নাগ মহাশয় মা ভক্ত ছিলেন। মা ¯œান করতে চাওয়ায় সে গঙ্গা কে মায়ের কাছে এনে মাকে ¯œান করায়। মায়ের প্রতি ছিল তার অবাধ শ্রদ্ধা ও ভালবাসা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) মাকে ভিষন ভালবাসতেন তিনি সবার আগে মাকে মূল্যায়ন করতে বলে।
সাধু নাগ মহাশয়ের আশ্রমের সভাপতি শ্রী সরোজ কুমার সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, প্রধান বক্তা শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ, আমন্ত্রিত অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি রবিউল হোসেন, গোপিনাথ সাহা, এফবিসিসিআই এর সাধারণ সম্পাদক প্রবীর সাহা, সাধু নাগ মহাশয়ের আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জেলা পূজা উদয্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদয্যাপন পরিষদেও প্রধান উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাংগঠনিক চন্দন পাল, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আব্দুল সাত্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি প্রমুখ।
তিনি আরও বলেন, এই তরুণ প্রজন্মের কাছে আমি একটা অনুরোধ করছি, তোমরা তোমাদের মা বাবাকে সম্মান কর তাদেরকে শ্রদ্ধা ও ভালবাসো। মা , বাবার মত আপন এই পৃথিবীতে আর কেউ নেই। তিনি বলেন আমার মা , বাবা, ভাইকে হারিয়েছি। আমি এখন বুঝি মা বাবা কি। আমি প্রতি রাতে বিছানায় শুলে মনে হয় আমার মা আমাকে মাথায় হাত বুলিয়ে আদর করছে। আমি প্রতিনিয়ত আমার মা , বাবা, ভাইকে স্মরন করি। তাদের আদর , ভালোবাসা ও মমতা আমি আজও ভুলতে পারি না। তাই আমরা সবাই মা , বাবাকে সম্মান ও ভালবাসতে শিখি তাহলে আল্লাহ পাক আমাদের উপর শান্তি ও রহমত দান করবে।
শামীম ওসমান আরও বলেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন একজনই আর ওনি আমাদেরকে এই পৃথিবীর ভূখন্ডে পাঠিয়েছেন। আমরা যারা মুসলিম তারা বলি আল্লাহ, যারা হিন্দু তারা বলেন ভগবান আর যারা খ্রিষ্ঠান তারা বলেন গড কিন্তু সবাইকে একজনই সৃষ্টি করেছেন। যার যার ধর্ম সে সে পালন করতে হবে অন্য ধর্মের প্রতি কোন আঘাত বা কটুক্তি করা যাবে না। সকল ধর্মে বলা আছে জীব হত্যা মহাপাপ। কিন্তু মানুষ ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদী করছে। তারা ধর্মেও নামে সন্ত্রাসী হামলা ও বোমা মেরে মানুষ হত্যা করছে। একজন ঈমানদারের দায়িত্ব হল শিক্ষা দেওয়া, তারা মানুষকে যার যার ধর্মের প্রতি শিক্ষা দিবে অন্য কিছু বিচার তার না।
