বিজয় বার্তা ২৪ ডট কম
অর্থ আইন-২০১৭ এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তন সমূহের উপড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃধবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব অডিটেরিয়ামে নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সেস ও ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের কর কমিশনার রেজাউল করিম চৌধুরী এর সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল এর সদস্য রঞ্জন কুমার ভৌমিক।
মূখ্য আলোচকের বক্তব্যে রঞ্জন কুমার ভৌমিক বলেন, অর্থ আইন-২০১৭ এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে ৩টি পরিবর্তন এসেছে। যার মধ্যে একটি হচ্ছে প্রতিবন্ধী ও অটিষ্টিকদের কর প্রদানের ক্ষেত্রে সর্বনিন্ম অর্থের পরিমান বৃদ্ধি, তামাকজাত পণ্যের উপড় ২.৫ শতাংশ কর বৃদ্ধি এবং রেডিমেট গার্মেন্টস এর আয়ের উপড় কর ২০ শতাংশ থেকে কিছু শর্ত সাপেক্ষে ১০/১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। নতুন এই আইনের ফলে যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে, সেটি হচ্ছে পূর্বে ভিন্ন ভিন্ন স্থানে কর পরিশোধ করা হলেও এখন এক জায়গাতেই কর দাতারা তাদের সব খাতের কর পরিশোধ করতে পারবে। সেটি হচ্ছে আদালতপাড়া।
তিনি আরো বলেন, বাংলাদেশে ৪ কোটিরও বেশি মানুষ কর প্রদান করে থাকে। এছাড়াও নিন্ম আয়ের মানুষেরাও সরকারকে কিছুক্ষেত্রে কর প্রদান করে থাকে। তবে সে বিষয়টি তারা জানেনা। বিশেষ করে মোবাইলে আমরা যে কথা বলে থাকি, এ থেকেও আমরা সরকারকে কর দিয়ে থাকি। তবে বিষয়টিকে আমরা সেভাবে খেয়াল করি না।
কর ফাঁকিবাজদের আইন সংশোধনীর বিষয়ে তিনি বলেন, যারা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছে, তাদের জন্য ৯৩ ধারা আংশিক পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে এখন সর্বনিন্ম ২ লাখ আয়ের উপড়েও কর প্রদান করতে হবে, যা পূর্বে আড়াই লাখ পর্যন্ত কর পরিশোধ থেকে বিরত ছিল। এছাড়াও কর্মক্ষেত্রে নিন্ম আয়ের কর্মচারীদের রিটার্ন দাখিলের জন্য আইনে জোড় তাগিদ দেয়া হয়েছে। সেটি না করে কাউকে বেতন পরিশোধ করলে তার জন্য উক্ত প্রতিষ্ঠানকে জবাবদিহী করতে হবে।
রঞ্জন কুমার ভৌমিক আরো বলেন, যারা সরকারকে কর ফাঁকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে কেউ যদি ভুল করেও তার আয়ের উপড় কর কম পরিশোধ করে থাকে, তাহলে তাকে পূনরায় সম্পূর্ণ কর পরিশোধ করতে হবে। পূর্বে যেটা দেয়া হয়েছিল সেটা বাতিল বলে গণ্য হবে। তবে যারা বেশি পরিশোধ করবে, তাদের অর্খ ফেরৎ নেয়ার কোন প্রক্রিয়া চালু হয়নি বলেও জানান তিনি।
আলোচনা শেষে উপস্থিত কর দাতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মূখ্য আলোচক।
শুভেচ্ছা বক্তব্যে আবদুর রাজ্জাক খান বলেন, মূলত নারায়ণগঞ্জের কর দাতা এবং নতুন কর প্রদানে আগ্রহী ব্যক্তিদের উদ্বোদ্ধ করনে এই অনুষ্ঠান। আজকের এই আয়োজন শুধু নারায়ণগঞ্জেই সীমাবদ্ধ থাকবে না, জাতীয় পর্যায়েও এর প্রভাব ফেলবে।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ কর অঞ্চলের নির্দেশে সারা দেশের করদাতা ও নতুন কর দাতাদের উদ্দেশ্যে দেশব্যপী এই আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন। এর মাধ্যমে পুরাতন কর দাতারা বিভিন্ন বিষয় জানতে পারবেন এবং নতুন কর দাতারা কর প্রদানের বিভিন্ন দিক সম্পর্কে বুঝতে পারবেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সেস এর সভাপতি আবদুর রাজ্জাক খান, সহকারি কর কমিশনার বখতিয়ার উদ্দিন, জাহিদুর রহমান, মোঃ আশলাফুল জামিল আকতার, নারায়ণগঞ্জ ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল এর কর্মকর্তা এড. জাহিদুর রহমান, এড. সিরাজুল ইসলাম, এড. জিল্লুর রহমান প্রমুখ।