বিজয় বার্তা ২৪ ডট কম
একাধিক মামলার আটককৃত আসামী প্রতারক সিদ্দিকুর রহমান মজনুকে আবারও সদর মডেল থানায় দায়েরকৃত আরেকটি প্রতারনা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জায়গা দেওয়ার কথা হবে ৫০ লাখ টাকা আত্মাসাত করায় সদের মডেল থানায় সুমন বাউয়াল নামে এক ব্যক্তি একটি প্রতারনা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬৯(২)১৮। এই মামলায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড না মুঞ্জুর করে কারাগারে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। পরে আদলাত পরবর্তী শুনানী ১ মার্চ ধার্য্য করেন।
আটককৃত সিদ্দিকুর রহমান মজনু ফতুল্লা উপজেলার কাশীপুর হাটখোলা এলাকার তাওলাদ হোসেনের ছেলে।
মামলার সূত্রে মতে, সিদ্দিকুর রহমান মজনুর নামে ফতুল্লা মডেল থানায় মামলা নং ১৭/৫/১৬ জি. আর, ধারা-৪৭১, ৪৬৭, ৪৬৮ (দলিল জাল জালিয়াতি মামলা), মামলা নং ১০৮/৭ সি. আর, ধারা-৪২০, ৪০৬, ৪০৯ (প্রতারণা মামলা), মামলা নং ৬৬/১৭ নন এফ আর, ধারা-৫০৬/২ (হত্যা হুমকির মামলা) সহ তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, পুলিশের জেলা ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র অভিযানে (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে ইসদাইরস্থ হিমালয় চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে একটি দলিল জাল জালিয়াতি মামলায় সিদ্দিকুর রহমান মজনুকে আটক করা হয়। ২২ ফ্রেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল ১০ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমাম (খ-অঞ্চল) আদালতে জামিন আবেদন করলে মজনুকে জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করেছেন আদালত। মামলার পরবর্তী শুনানী ২৫ শে ফেব্রুয়ারী ধার্য্য করেছেন। ২৫ ফেব্রুয়ারী আদালত থেকে অস্থায়ী জামিন পায় মজনু। ওইদিনই সদর মডেল থানায় দায়েক করা আরেকটি প্রতারনা মামলায় গ্রেফতার দেখানো মজনুকে।