বিজয় বার্তা ২৪ ডট কম
পোলষ্টার ক্লাবের উদ্যোগে মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত করা হয়েছে। শুক্রবার রাতে খানপুর পোলস্টার ক্লাবের মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় পোলস্টার ক্লাবের সভাপতি আলমগীর কবির বকুল’র সভাপতিত্বে ও মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ও পোলস্টার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম সাইফুল হাসান রিয়েল’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে- মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. নূরুল হুদা, খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির পোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, দান, দ্বীপ সহ অন্যান্যরা।
মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এই খেলাটি ২২ জানুয়ারী শুরু হয়। ৩২ টি দল অংশগ্রহণ করে। ৬ ওভার করে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম জে এস তল্লা লিূজেন্ডকে হারিয়ে জয় লাভ করেন ।