বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের গোদনাইল শাখার উদ্যোগে ট্যাংকলরী শ্রমিকদের পুলিশ সার্জেন্ট কর্তৃক নানা ভাবে হয়রানীর প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো গেইটে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে পদ্মা শাখার সভাপতি মোঃ জাহিদের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মুন্সি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা। সভায় পুলিশ সার্জেন্টের হয়রানী বন্ধের দাবি জানানো হয়।
জানা যায়, সিদ্ধিরগঞ্জে অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো থেকে প্রায় ১২শ ট্যাংকলরী দিয়ে প্রতিদিন জ্বালানাী তেল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এর মধ্যে বিমানের জ্বালানী তেল জেট ফুয়েলও রয়েছে। এসব জ্বালানী তেল নিয়ে ট্যাংকলরী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এসময় ট্রাফিক সাজেন্টরা গাড়ির কাগজপত্র দেখার নামে নানা ভাবে হয়রানি করে থাকে। গাড়ির কাগজপত্র সঠিক থাকলেও তাদের হয়রাানি থেকে রেহাই পাওয়া যায় না বলে ট্যাংকলরী শ্রমিকদের অভিযোগ। এতে দিন দিন ক্ষুদ্ধ হতে থাকে ভূক্তভোগী শ্রমিকরা। এসব হয়ারানি বন্ধের দাবিতে এবং হয়রানীর প্রতিবাদে আজ রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলস্থ পদ্মা ডিপো গেইটে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (বি-১৭৫৩) গোদনাইল পদ্মা শাখা এক প্রতিবাদ সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, পদ্মা শাখার সাধারন সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, কোষাধক্ষ মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক সুমন সাউদ, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন সানি, কার্যকরী সদস্য কামাল হোসেন ও কামাল হোসেন প্রধান। সভায় বক্তারা অবিলম্বে পুলিশ সার্জেন্টের হয়রানী বন্ধে দাবি জানিয়েছেন।