বিজয় বার্তা ২৪ ডট কম
ওসি আসলাম নাঃগঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসাবে এবার পুরস্কার পেলেন। জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পেশাগত কাজে দক্ষতা ও সফলতার পুরস্কার দিলেন নাঃগঞ্জ জেলা পুলিশ পুলিশ (এসপি) মোঃ জায়েদুল আলম, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী),দুপুরে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে নাঃগঞ্জ জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা, পুলিশ অফিসারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাসিক কল্যান সভা। পেশাগত কাজে দক্ষতা, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক, অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় নিয়মিত ভাবে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় ওসি, পরিদর্শক, উপ-পরিদর্শক(এসআই),সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গত জানুয়ারী মাসে পেশাগত কাজে দক্ষতার কারনে জেলার শ্রেষ্ঠ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসাবে এবার পুরস্কার পেলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসলাম হোসেন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হিসাবে এবার পুরস্কার পেলেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফফার তালুকদার ।
সুত্রে আরো জানা গেছে, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মামলার রহস্য উদঘাটন সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ক্রেষ্ট পেলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক রুবেল হাওলাদার, নাঃগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল হক, ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান, রুপগঞ্জ থানার (এসআই) মোঃ নাজিম উদ্দীন। সুত্রে আরো জানা গেছে যে, এবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ জায়েদুল আলম জেলার সাবেক রিজার্ভ ইন্সপেক্টর মোঃ হাসমত আলী, মোঃ আঃ করিম, মোঃ শাহ্জালাল, মোঃ আলী আকবর, সাবেক উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত জেলা পুলিশের কর্মকর্তা সহ সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার (এসপি) মোঃ জায়েদুল আলম বলেন, পুলিশের সকল সদস্যদের অবশ্যই শতভাগ সততার মাধ্যমে কাজ করতে হবে, সকল পুলিশ সদস্য নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন শতভাগ পেশাদারিত্বের সাথে সততার সাথে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মনিরুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ নূরে আলম, জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলার অতিঃ পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ ইমরান হোসেন সিদ্দিকী, অতিঃ পুলিশ সুপার (খ সার্কেল) মোঃ খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মাহিন ফরাজী।