বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃহস্পতিবার দুপুরে থানায় ঢুকে কনস্টেবলকে মারধরের অভিযোগে এক ভাইস চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
আটক ফাতেমা মনির নারায়ণগঞ্জ সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান।
এদিকে ঘটনার কিছুক্ষন পরই থানায় ছুটে আসেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজামসহ বেশ কয়েকজন নেতা। পরে মাফ চেয়ে তাদের মুচলেকায় ছাড়া পান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এক আসামিকে ছাড়িয়ে নিতে থানায় ঢোকেন ওই নারী ভাইস চেয়ারম্যান। ওই সময় আসামিকে ছাড়িয়ে নিতে বাধা দেয়ায় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও মারধর করেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের জিম্মা ও মুচলেকায় তাকে ছাড়া হয়েছে।