বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান প্রথমবারের মত পুত্র সন্তানের বাবা হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকাস্থ অ্যাপোলো হাসপাতালে অয়ন ওসমানের এই পুত্র সন্তানের পৃথিবীতে আগমন ঘটে। এদিকে সাংসদ শামীম ওসমান হন দাদা।
পুত্র সন্তানের আগমনে অয়ন ওসমান জানান, ‘আলহামদুলিল্লাহ, আমি একটি সুস্থ্য ছেলে শিশুর বাবা হয়েছি। আপনাদের দোয়ায় আমাদের রাখবেন।’
২০১৭ সালের ডিসেম্বরে সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সাথে ফয়েজউদ্দিন আহমদ লাভলু’র মেয়ে ইরফানা আহমদ রাশমীর বিয়ে হয়। আর বিয়ের দুই বছরের মাথায় বাবা হলেন অয়ন ওসমান।
এদিকে আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও নারায়ণগঞ্জবাসী অয়ন ওসমানকে অভিনন্দন জানিয়েছেন।