বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত হওয়া লামিয়াকে ফতুল্লা থেকে উদ্ধার করেছে পিবিআই। নারায়ণগঞ্জ পিবিআই এক অভিযান চালিয়ে মঙ্গলবার তাকে উদ্ধার তার বাবার জিম্মায় দেয়া হয়েছে। পিবিআই ১০ ঘন্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে। গত ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে লামিয়া অপহৃত হয়।
জানা যায়, সিদ্ধিগঞ্জের কদমতলী মধ্যপাড়া এলাকার আব্দুল লতিফ তালুকদারের মেয়ে লামিয়াকে গত ৩ সেপ্টেম্বর ফতুল্লা পাগলা বটতলা রেললাইন এলাকার আলী হোসেনের ছেলে মানিক মিয়া কদমতলী এলাকা থেকে অপহরণ করে। এ ঘটনায় তার বাবা আব্দুল লতিফ তালুকদার নারায়ণগঞ্জ আদালতে মামলা (নং ২৬৫/২০) দায়ের করেন। আদালতে নাঃ শিঃ নিঃ দমন আইন ২০০০ (সং/০৩) ০৭/৩০ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, নারায়ণগঞ্জ জেলাকে তদন্তের নির্দেশ প্রদান করলে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম), পিবিআই, নারায়ণগঞ্জ এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও খন্দকার জহির উদ্দিন আহাম্মদ, পুলিশ পরিদর্শক (প্রশাসন এন্ড ডিসিপ্লিন), পিবিআই, নারায়ণগঞ্জ এবং ফতুল্লা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় শাকিল হোসেন, এসআই (নিঃ), পিবিআই, নারায়ণগঞ্জ সঙ্গীয় ফোর্সসহ মামলাটি গ্রহণ করার মাত্র ১০ ঘন্টার ব্যবধানে অভিযান পরিচালনা করে ফতুল্লা এলাকা থেকে তাকে উদ্ধার করে। পরে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দী প্রদান শেষে লামিয়াকে তার বাবা আব্দুল লতিফ তালুকদারের জিম্মায় দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম) বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেফতারে পিবিআই এর দক্ষতা রয়েছে।