বিজয় বার্তা ২৪ ডট কম
আজ পহেলা রমজান তল্লা রোড নিবাসী মোঃ মনিরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে ঢাকা ফ্রেন্ডসীপ স্পেসালাইজড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ০১.০০ টায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ দুপুর ৩.০০ টায় মরহুমের গোসল ও জানাজা সম্পূর্ণ করে তাদের পারিবারিক কবরাস্তানে দাফন সম্পূর্ণ করেছেন।
জামতলা নিবাসী মোঃ রফিক হোসাইন করোনা আক্রান্ত হয়ে সমরিতা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ বিকালে ৫:০০ টায় মরহুমার গোসল ও জানাজা সম্পূর্ণ করে। মাসদাইর কবরস্থানে দাফন সম্পূর্ন করা হয়েছে।
মাসদাইর পাকাপুল নিবাসী মোঃ সিকান্দার মাতবর করোনা আক্রান্ত হয়ে ফ্রেন্ডসীপ স্পেসালাইজড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ দুপুর ৩.০০ টায় মরহুমার গোসল ও জানাজা সম্পূর্ণ করে। মাসদাইর কবরস্থানে দাফন সম্পূর্ন করা হয়েছে।
ফতুল্লা লালপুর নিবাসী সৈয়দা আক্তার জাহান করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ খানপুর কোভিড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ দুপুর ৩.০০ টায় মরহুমার গোসল সম্পূর্ণ করে।
আজ টিমে ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, মোঃ রফিক হাওলাদার, হাফেজ শিব্বির, আলী সাবাব টিপু, হাফেজ রিয়াদ, আনোয়ার হোসেন, মোঃ শহীদ, আয়ান রাফি, ইশাত, নিরব।