বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার সস্তাপুর এলাকার ব্যবসায়ী মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ মানহানীকর বক্তব্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইমান আলীর ছেলে নজরুল ইসলাম ও জুলাহাসের ছেলে জাকির হোসেন। এমনই অভিযোগে এনে মানহানীকর বক্তব্যের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মজিবুর রহমান।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ও পুলিশ সুপার কার্যালয়ে তিনি এই স্মারকলিপি প্রদান করেন।
আবেদন পত্রে মজিবুর জানান, আমি ফতুল্লার সস্তাপুর এলাকার লাল চাঁন মেম্বারের ছেলে। আমি ও আমার পরিবার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সস্তাপুর এলাকার ইমান আলীর ছেলে নজরুল ইসলাম ও জুলাহাসের ছেলে জাকির হোসেন আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন করতে মিথ্যা বক্তব্য প্রচার করে আমার পরিবারের সদস্যদের মানহানি করছেন। আমার পরিবারের নামে মিথ্যা প্রচারনা চালাচ্ছে এবং আমাদের ব্যবসা বানিজ্য নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের মান সম্মান ক্ষুন্ন করার প্রচেষ্ঠা চালাচ্ছে। ডিসি এসপির কাছে আবেদন করে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।
এর আগে গত ৮ অক্টোবর মুজিবুর রহমানের পরিবারের বিরুদ্ধে বাড়ি দখল ও চাঁদাবাজী ও হত্যার হুমকির অভিযোগ এনে কাফনের কাপড় পরে নজরুল ও তার স্ত্রী ডিসি এসপি অফিসের সামনে মানবন্ধন করেন এবং ডিসি ও এসপি বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান সহ তার পরিবার ও নজরুলের ভাই ও বোনেরা সংবাদ সম্মেলন করেন। এসময় মুজিবুর বিষয়টি প্রশাসনকে তদন্ত করার অনুরোধ জানান এবং বলেন আমরা যদি অপরাধী হই আমাদের যে শাস্তি দিবেন মাথা পেতে নিবো আর নজরুলদের অভিযোগ যদি মিথ্যা হয় তাদের বিচার করুন। সংবাদ সম্মেলনে নজরুলের আপন বড় ভাই ও ছোট ভাই দাবি করে বলেন আমার ভাই নজরুলের অভিযোগ মিথ্যা এবং নজরুলের বোন জানান নজরুলের মাথায় সমস্যা রয়েছে।