বিজয় বার্তা ২৪ ডট কম
পদোন্নতি প্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউসে এই সংবর্ধনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. মো. আলি আকবর, মিনহাজুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, জিয়া উদ্দিন জিকু, আইন বিষয়ক সম্পাদক সুজন প্রধান ও কবির, বিপ্লব, হৃদয় প্রমুখ।
আনিসুর রহমান মিঞা বিদায় সংবর্ধনায় বলেন, এ জেলার মানুষের ভালবাসা দেখে আমি খুবই আনন্দিত। দু বছর দায়িত্ব পালন করে এ জেলার প্রতি আমার আলাদা মায়া জমে গেছে। প্রতিটি কাজে এখানকার মানুষ আমাকে আন্তরিকতার সাথে সহযোগীতা করেছেন। নারায়ণগঞ্জ জেলার প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করুক এই কামনা করছি।
এসময় সাফায়েত আলম সানি বলেন, আপনার মত ডিসি পেয়ে আমরা গর্বিত। আপনি আপনার প্রতিটি দায়িত্ব অতন্ত দক্ষতার সাথে পালন করেছেন। যদি সুযোগ হতো তাহলে আমরা এই জেলায় আপনাকে ডিসি হিসেবে রেখে দিতাম। সরকার আপনার কাজের দক্ষতায় পদোন্নতি দিয়েছে। সর্বশেষে আপনার নতুন দায়িত্বের সফলতা কামনা করছি।
