বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি এবং জামালপুর কাবাডি একাডেমির ম্যাচ দিয়ে নয় বছর পর আজ (২৪ নভেম্বর) শুরু হতে যাচ্ছে মহিলা কাবাডি লিগ। জাতীয় কাবাডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে মেঘনা স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব।
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মহিলা কাবাডি লিগ সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। নয় বছর পর আজ শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিচ্ছে ১১টি দল; তারা দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল ক্রস পদ্ধতিতে ২৯ নভেম্বর সেমিফাইনাল খেলবে। আর ফাইনাল হবে ৩০ নভেম্বর। সবশেষ অনুষ্ঠিত লিগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শুধু আজাদ স্পোর্টিং ক্লাবই এবার অংশ নিচ্ছে। ১১টি দলের মধ্যে আটটি দলই ঢাকার বাইরের। খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।
‘বাংলাদেশে মহিলা কাবাডি চর্চা অনেকদিন ধরে চললেও খেলার সুযোগ সীমিত। ফলে সম্ভাবনা থাকলেও পেশা হিসেবে নিতে পারছে না। নতুন খেলোয়াড়ও খুব বেশি উঠে আসছে না। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা নারী কাবাডিকে এগিয়ে নিতে কিছু পরিকল্পনা নিয়েছি। তারই অংশ এই নারী কাবাডি লিগ। লিগে ঢাকার বাইরে থেকে আটটি দল অংশ নিচ্ছে’Ñ জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। আনসার ও আজাদ স্পোর্টিং ক্লাবের সাথে ঢাকার বাইরের দল কুমিল্লার মেঘনা স্পোর্টিং ক্লাব, ফরিদপুর স্পোর্টিং ক্লাব, নড়াইল কাবাডি একাডেমি ও জামালপুর কাবাডি একাডেমি রয়েছে ‘ক’ গ্রুপে; বিজয় দিবস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশের সাথে ‘খ’ গ্রুপে রয়েছে নারায়ণগঞ্জ কাবাডি একাডেমি, রাঙ্গামাটির নানিয়ারচর ক্রীড়া সংঘ একাডেমি, এম.কে স্পোর্টিং ক্লাব ও শিকারপুর যুব কাবাডি অ্যান্ড স্পোর্টিং ক্লাব। লিগের পৃষ্ঠপোষক নাজিয়ার আইটি সলিউশ্যন।
মহিলা কাবাডি লিগের উদ্বোধন করবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। উপস্থিত থাকবেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের কোষাধ্যক্ষ আরিফ মিহির।