বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ কাউছার আহমেদ পলাশ এর নেতৃত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন শ্রমিকেরা।
মঙ্গলবার বিকাল তিনটায় শহরের শহীদ মিনার চাষাঢ়া হতে শুরু করে বি বি রোড হয়ে নিতাইগঞ্জ নগর ভবনের সামনে হয়ে দুই নং রেল গেইট আওয়ামীলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় ।
এ সময়ে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ কাউছার আহমেদ পলাশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা। এই নৌকা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই নৌকা হলো মেহনতি শ্রমিকের নৌকা। তাই আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিবো। ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করবো।