বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার তল্লা এলাকায় নেশাগ্রস্থ ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ করলেন মা হাজেরা খাতুন। মঙ্গলবার বিকালে ফতুল্লা মডেল থানায় ভোক্তভোগী ঐ মহিলা অভিযোগটি দায়ের করেন। অভিযোগে হাজেরা খাতুন উল্লেখ করেন, তার ছেলে হিফজুল্লাহ বাবু একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এমনকি মাদক সেবনের টাকা তাকে দেয়া না হলে বাড়ী ঘরে ব্যাপক ভাংচুরসহ তাকে মারধর করে। বর্তমানে তার মাদকাসক্ত ছেলের অত্যাচারে অসহায়ত্বের সাথে জীবন যাপন অতিবাহিত করছে। তাই মাদকাসক্ত ছেলের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থাণীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।