বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের নয়া আটি ডিএনডি পানি নিষ্কাশনে খালের উপর নির্মাণাধীন ৫০ মিটার দৈর্ঘ্য ব্রীজের কাজ বন্ধ রাখায় মানববন্ধন করেছে নাসিক ১ নং ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, মতিন, দেলোয়ার, এম.এ মান্নান, এ.কে এম শফিকুর রহমান, ইউনুস সহ ১নং ওয়ার্ডে বসবাসকারী শতশত মানুষ। মানববন্ধনে উপস্থিত ১ নং ওয়ার্ডবাসী জানায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের দক্ষিন পার্শ্বে ডিএনডি পানি নিষ্কাশনের খালের উপর একটি কাঠের পুল নির্মাণ করা হয়েছে দীর্ঘদিন পূর্বে। এই পুল দিয়ে সকাল গভীর রাত পর্যন্ত এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে। চলতি মাসের প্রথম সপ্তাহে উক্ত কাঠের ব্রীজটি ভেঙ্গে ২৪ লক্ষ টাকা ব্যয়ে ৫০ মিটার লম্বা এবং ১২ ফুট চওড়া একটি পাকা ব্রীজ তৈরী করার কাজ শুরু করেন বিনিময় ট্রেডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এমতাবস্থায়, ব্রীজের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর নির্মাণ কাজে বাঁধা হয়ে দাঁড়ায় পানি উন্নয়ন বোর্ড । তারা আরও জানায় এলাকার জনসাধারনের চলাচলের সুবিধার্থে এ ব্রীজটি নির্মাণ অতীব জরুরী। ব্রীজের বাকী কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এদিকে ডিএনডি পাম্প হাউজ শিমরাইল শাখার উপ-সহকারী প্রকৌশলী রাম প্রসাদ এর সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান এখানে ব্রীজ নির্মাণ হচ্ছে শুনেছি তবে এ বিষয়টি সম্পূর্ণরূপে দেখভাল করেন পাউর সিভিল ডিভিশন-১। আমরা এ বিষয়ে সঠিক তথ্য আপনাদের দিতে পারব না।
