বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জের আধুনিক রুপকার। তিনি চেয়েছিলেন, নারায়ণগঞ্জকে নববধুর রূপে সাজাতে। আমি তার কথার সাথে মিলিয়ে বলতে চাই, আগামীতে আপনারা পবিত্র ভোট দিয়ে আমাকে কাউন্সিলর করলে ৬নং ওয়ার্ডটি নববধুরূপে সাজাবো। ৬নং ওয়ার্ড মহিলাদের উদ্যোগে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর পার্থী সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি তার বক্তব্যে এ সব কথা বলেন। শুক্রবার বিকাল ৫ টায় সুমিলপাড়া নুরে মদীনা মাদ্রাসা মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা নেত্রী রোকেয়া রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন মেম্বার, মহানগর আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা আমেনা বেগম, আদমজী সোনা মিয়া বনিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম, যুবলীগ নেতা মাহাবুব, নাসিক ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মানিক মাষ্টার প্রমূখ।
এসময় মতিউর রহমান মতি আরো বলেন, ৫ বছরে ১০ ভাগ রাস্তাঘাট করা হয় নাই এ ওয়ার্ডে। আমি যদি কাউন্সিলর হই, শতভাগ রাস্তাঘাট উন্নয়ণ, মসজিদ মাদ্রাস, স্কুল করা হবে।
তিনি বলেন ঈদগাঁ, কবরস্থান করতে আমি ও ওয়ার্ড বাসী সকলে টাকা দিয়েছে। কিন্তু বর্তমান কাউন্সিলর বলে সে করেছে। সে ঈদগাঁহ ও কবরস্থানের টাকা দূর্নীতি করেছে। ৫ বছরে ২৫ লাখ টাকা উঠেছে। একটি টাকার হিসাবে সে দেয়নি।
তিনি আরো বলেন, মনে রাখবেন জনগন হলো সকল ক্ষমতার উৎস। জনগন একদিন কবরস্থান ও ঈদগাঁয়ের টাকার হিসাব চাইবে।