বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ ইং নির্বাচনে কার্যকরী পরিষদে মোট ১৭টির মধ্যে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৬ জন প্রার্থী ও বিএনপিপন্থী আইনজীবী প্যাণেলের ১১ জন প্রার্থী জয়লাভ করেছেন।
শান্তিপূর্ণ ভাবে ও উৎসব মোখর পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে ভোট গ্রহন শুরু হয়। এর পর একে একে ভোটার গন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেল ৫ টায় শেষ হয় ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট গননা কার্যক্রম।
নির্বাচনে যারা জয়লাভ করেছেন তারা হলেন, আওয়ামীলীগ সমর্থিত আইনজীবী পরিষদের এড. হাসান ফেরদৌস জুয়েল সভাপতি প্রার্থী ৪৬৬ ভোট, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মুহাম্মদ মোহসীন মিয়া ৪৮২ ভোট, বিএনপি প্যানেলের সিনিয়র সহ সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম রেজা ৫২৮ ভোট, বিএনপি প্যানেলের সহ সভাপতি প্রার্থী এড. আজিজ আল মামুন ৫৬১ ভোট, আওয়ামীলীগ সমর্থিত যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান ৪৮৪ ভোট, বিএনপি প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী এড. নুরুল আমিন মাসুম ৫০২ ভোট, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুমন মিয়া ভোট ৪৯৮, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. এ কে এম ওমর ফারুক নয়ন ভোট ৪৩৯, আওয়ামীলীগ সমর্থিত ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল ৫৪৮ ভোট, বিএনপি সমর্থিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. নজরুল ইসলাম মাসুম ৫৭১ ভোট, সমাজ কল্যান সম্পাদক প্রার্থী এড. শারমিন আক্তার ৫৬৬ ভোট, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. জাহিদুল ইসলাম মুক্তা ৪৫৬ ভোট পেয়েছেন। অপরদিকে কার্যকরী সদস্য পদে বিএপি সমর্থিত এড. আল আমিন ৪৭৯ ভোট পেয়ে ১ম হয়েছেন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড. আল আমিন ৪৬০ ভোট ২য় হয়েছেন। এড. রোমেনা আক্তার ৪৪৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন।বিএনপি সমর্থিত প্রার্থী এড.রফিকুল ইসলাম আনু ৪৩৯ ভোট ৪র্থ হয়েছেন এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া ৪২৯ ভোট পেয়ে ৫ম হয়েছেন।
উল্লেখ্য, ৩০ জানুয়ারী অনুষ্ঠিব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৯২৮ টি । এর মধ্যে মোট ৯১৩ জন ভোট প্রদান করেন।
এদিকে সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত এড. জহিরুল হক পেয়েছেন ৪৩৫ ভোট। সাধারণ সম্পাদকের প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত এড. আবদুল হামিদ খান ভাষানী ভুইয়া ৪১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. আব্দুল লতিফ মিয়া ৩৬১ ভোট পেয়ে পরাজিত হয়।
নির্বাচনে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে সদা তৎপর ছিলেন, জেলা আইনশৃংখলাবাহিনীর সদস্যরা।
প্রধান নির্বাচন কমিশনার এড. আক্তার হোসেন ফলাফল প্রকাশ করেন এবং তিনি জানান, শান্তিপূর্নভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। বেসরকারীভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু হতে আইনজীবীদের সহযোগীতা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার এড. মোফাজ্জল হোসেন নান্নু, এড. নুরুল হুদা, এড. মাহাবুবুর রহমান মাসুম, এড. কামরুন্নাহার বেগম।