বিজয় বার্তা ২৪ ডট কম
মজুরি বোর্ডের কার্যক্রম বিলম্বিত করার প্রতিবাদ ও অবিলম্বে গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবীতে “গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র” উদ্যোগে শনিবার বিকেলে (৭ জুলাই) সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ডে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কাঁচপুর-রুপগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি শফিকুল ইসলাম বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সোনারগাঁ অঞ্চলের নেতা আব্দুস সালাম বাবুল, রুপগঞ্জ অঞ্চলের নেতা কাজী মোতাহার হোসেন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নেতা দিলীপ দাস, কাঁচপুর অঞ্চলের নেতা জামাল হোসেন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- গার্মেন্ট শ্রমিকের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড ষড়যন্ত্র করে বোর্ডের কার্যক্রম বিলম্বিত করে চলেছে। আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে মজুরি ঘোষণা করার কথা থাকলেও উদ্দেশ্য প্রণোদিত ভাবে তা বিলম্বিত করা হচ্ছে। সরকার ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করেছে অথচ গার্মেন্ট শ্রমিকদের মজুরি ঘোষণা নিয়ে টালবাহানা করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ব শ্রমিকের নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে ৮ হাজার ৩ শত টাকা। তার সাথে অন্যান্য ভাতাসহ মোট মজুরি ১৫ হজার টাকার উপরে। এই ঘোষণায় নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন- গার্মেন্ট শ্রমিকরা দাবী করেছে নিম্নতম মজুরি ১০ হাজার টাকা ও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতাসহ মোট মজুরি ১৬ হাজার টাকা। যা রাষ্ট্রায়ত্ব শ্রমিকের জন্য ঘোষিত মজুরির সাথে সামনঞ্জস্যপূর্ণ কিন্তু চক্রান্তের কারণে গার্মেন্ট শ্রমিকের মজুরি ঘোষণা করা হচ্ছে না। ফলে শ্রমিকদের মনে ক্ষোভ জন্ম নিচ্ছে, যে কোন মুহুর্তে তা বিক্ষোভে পরিণত হতে পাড়ে। এতে গার্মেন্ট শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়দায়িত্ব মজুরি বোর্ড, গার্মেন্ট মালিক ও সরকার কেই বহন করতে হবে। সুতরাং মজুরি বোর্ডের কার্যক্রম বিলম্বিত করার ষড়যন্ত্র বন্ধ করে ৮ জুলাই ১৮ ইং তারিখে মজুরি বোর্ডের নির্ধারিত সভায় মজুরি রোয়েদাদ চুড়ান্ত করার মধ্যদিয়ে নেতৃবৃন্দ গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবী জানান।