বিজয় বার্তা ২৪ ডট কম
চাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানিখাতে দুর্নীতি, অব্যবস্থাপনা দূর করা ও সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের প্রধান খাবার ভাত। ভাত আসে চাল থেকে। সেই চালের দাম ক্রমাগত বাড়ছে। অন্যন্য খাদ্যপণ্যের দামও আকাশচুম্বি। সাধারণ মানুষের নাগালের বাইরে। দাম বৃদ্ধির জন্য দায়ী বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। সাধারণ মানুষকে সর্বস্বান্ত করা মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নিতে পারে নাই। শ্রমজীবী মানুষের মজুরি বাড়েনি, মধ্যবিত্তের আয় বাড়েনি। সাধারণ মানুষের জীবনে নাভিশ^াস উঠেছে, ব্যয় নিয়ন্ত্রণে মানুষ খাবার কমিয়ে দিতে বাধ্য হয়েছে। আমাদের খাদ্যের জোগানদাতা কৃষক, কৃষি উৎপাদন বিক্রি করে তার উৎপাদন খরচ পায় না। সরকার ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়িয়ে দুর্দশাগ্রস্থ কৃষকদের আরও সংকটগ্রস্থ করেছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার গ্যাস, বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি করেছে। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জ¦ালানির বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আজ বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। সরকার নিজেই লোডশেডিং এর ঘোষণা দিচ্ছে। একঘণ্টা লোডশেডিং বললেও সারা দিনই লোডশেডিং হচ্ছে। অনাহারী মানুষকে পিষ্ট করে সরকারের উন্নয়নের ডামাডোল বাজাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। এই সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ, আদিবাসী কেউ নিরাপদ নয়। নড়াইলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। রামু, নাসিরনগর, কুমিল্লা, রংপুরসহ অতীতের ঘটনাগুলোর বিচার হলে নড়াইলের ঘটনা ঘটতো না। এইসব সাম্প্রদায়িক ঘটনার সময় প্রশাসন, জনপ্রতিনিধি, আওয়াম ীলীগ সরকার দর্শকের ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার ৫১ বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে তারা মৌলবাদী শক্তি আশ্রয় প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। সব সরকারের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী শক্তি আজ বিষবৃক্ষে পরিণত হয়েছে। বর্তমান সরকার হেফাজতের পরামর্শে পাঠ্যপুস্তক থেকে প্রথিতযশা লেখকদের লেখাও বাদ দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশে চরম ফ্যাসীবাদী শাসন কায়েম করেছে। বিরোধী মত দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন চালু করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। একবার বিনা ভোটে আরেকবার রাতের ভোটে ক্ষমতায় এসে গণবিরোধী শাসন কায়েম করেছে। গণবিচ্ছিন্ন বর্তমান সরকার আবার ক্ষমতায় আসার লক্ষ্যে নীলনকশা তৈরি করছে।
নেতৃবৃন্দ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং লোডশেডিং, জ¦ালানিখাতে দুর্নীতি অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে গণবিরোধী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহŸান জানান। নেতৃবৃন্দ আদমজী ইপিজেড-এ অবস্থিত বেআইনিভাবে বন্ধ বেকা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস, আইনানুগ পাওনাদি অবিলম্বে পরিশোধের দাবি জানান।