বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে নিউ খানপুর দারুন নাঈম মাদ্রাসার সামনে জনগনের জন্য বসানো তৃতীয় গভীর নলকূপের বিশুদ্ধ পানি উন্মুক্ত করা হয়েছে।
রবিবার বিকেলে কাউন্সিলর শওকত হাশেম শকুর উপস্থিতে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নলকূপের পানি সরবরাহের উদ্বোধন করা হয়।
কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের নিউ খানপুর এলাকায় এমপি সেলিম ওসমানের নিজস্ব তহবিল থেকে জনগনের জন্য বসানো তৃতীয় গভীর নলকুপের বিশুদ্ধ পানি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে নিউ খানপুর এলাকার জনগনের বিশুদ্ধ পানি খাওয়ার অসুবিধা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, দারুন নাঈম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, হাজ্বী মো. আফজাল সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ।

