বিজয় বার্তা ২৪ ডট কম
হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন।
সোমবার (২৮ অক্টোবর) রাতে নগরীর নতুনপাল পাড়া ও নিতাইগঞ্জ এলাকার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। নতুন পালপাড়ায় মন্ডপ পরিদর্শনকালে নব উদয় সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. জসিম উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন, শান্তি সংহতি সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীকদেবী মা শ্যামা কালী। দুষ্টের দমন, শিষ্টের পালন বিশ্বব্যাপী অবারিত মঙ্গলধ্বনী বয়ে যাক, মহাশক্তি ত্রিনয়নী এমন প্রত্যয়ের বার্তা নিয়ে পৃথিবীতে এসেছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। ইতিহাস ঐতিহ্যে নারায়ণগঞ্জের সুনাম দীর্ঘদিনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ধর্ম যার যার উৎসব সবার’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সকলধর্ম বর্ণের মানুষ উৎসব মুখর পরিবেশে যেভাবে শারদীয় দূর্গোৎসব পালন করেছেন সেই সাম্প্রদায়ীক সম্প্রীতির ধারাবাহিতা শ্যামা পূজাতেও অক্ষুন্ন রয়েছে।
ডিসি বলেন, বর্তমানে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোথাও কোন কিছু ঘটে থাকলে প্রথমে আমাদেরকে জানাবেন আর কোনরূপ গুজবে কান দিবেন না। সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করে যাবো।
নতুন পালপাড়া এলকায় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু সংস্কার সমিতিরসভাপতি কমলেশ সাহা, নতুন পালপাড়া সার্বজনীন পূজা কমিটি-‘ এর সাধারন সম্পাদক রিপন ভাওয়াল, উকিলপাড়া হোসিয়ারী সার্বজনীন পূজা কমিটির সভাপতি কৃষ্ণা সাহা, জেলা হিন্দুবৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য্য, মহানগর শাখার প্রচার সম্পাদকতপন গোপ সাধু, বন্দর থানা পূজা উদযাপনপরিষদের সাধারন সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সাধারনসম্পাদক অরুন চন্দ্র দাস প্রমুখ।
পরে, জাতীয় হিন্দু কল্যান ট্রাষ্টের সম্মানিত ট্রাষ্টি বিশিষ্ট শিল্পপতী শ্রী পরিতোষ কান্তি সাহার বাড়িতে অনুষ্ঠিত শ্রী শ্রী শ্যামামায়ের পূজা পরিদর্শন করে বেশ কিছুক্ষন সময় পূজা উপভোগ করেন মোঃ জসিমউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী এবং বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই এর সদস্য প্রবীর সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস প্রমূখ।