বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ-৫ আসনের চার চার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের সহধীর্মণী বেগম পারভিন ওসমান বলেন,নাসিম ওসমান একজন আল্লাহ ভীরু লোক ছিলেন উনি অনেক নামাজ পড়তেন,তার মধ্যে টাকা পয়সার কোন লোভ-লালসা আমার সংসার জীবনেও খুঁজে পাইনি। বন্দরের মানুষের জন্য নাসিম ওসমান ছিলেন নিবেদিত প্রাণ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন আয়োজিত কাঙ্গালীভোজ ও আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারভীন ওসমান আরো বলেন,নাসিম ওসমান ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক। ভালোবাসতেন নারায়নগঞ্জের জনগনকে। আমার মনে হয় তার জীবদ্দশায় মানুষ তাকে এতো ভালোবাসেনি,যে ভালোবাসা তার অকাল প্রয়ানের ৪ বছর পর দেখছি। শীতলক্ষ্যা সেতু তার স্বপ্ন ছিলো,দূর্ভাগ্যবসত তার স্বপ্ন পূরন হয়নি। তবে শীঘ্রই এ স্বপ্ন পূরন হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেন বাকি জীবন আপনাদের সেবা নিয়োজিত থাকতে পারি।
কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে ফরাজীকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত নেতা নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের সহধর্মিণী,নারায়নগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ, হাজী ইব্রাহীম আমলচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মেম্বার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,প্রয়াত নাসিম ওসমানের নাতি ও আলহাজ্ব আজমেরী ওসমানের পুত্র আলিফ ওসমান,রশিদ দেওয়ানজী,শারমিন আক্তার, চুন্নু মিয়া, হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজী আহমদ হালিম মজহার, নাসিমা মেম্বার,আলেয়া বেগম, শহিদ,সাফা মিয়া, মোঃ আনোয়ার হোসেন, খাজা মিয়া মোঃ আলী মেম্বার, সরদার আবু তালেব, শফি মেম্বার, অকিল মেম্বার, মাওলানা বশির, প্রফেসর শহিদুল ইসলাম, আখী আহমেদ, পাখি, রাশিদা মেম্বার, সাহিদা, আওলাদ হোসেন, দেলোয়ার হোসেন মদিল, লিয়াকত আলী।