বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সপ্তম দিনে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
বুধবার সকাল হতে জেলা নির্বাচন রিটারিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন থাকায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীর অনেকেই মনোনয়ন পত্র জমা দিতে ভীড় জমায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা এড. সাখাওয়াত হোসেন খান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এদিকে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন এলডিপির মেয়র প্রার্থী মো. কামাল হোসেন, কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন, ১ নং ওয়ার্ডে মো. আনোয়ার ইসলাম, ৫ নং ওয়ার্ডে সাবেক এমপি গিয়াস উদ্দিন এর পুত্র গোলাম মো. সাবরী, ২ নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন, ৭ নং ওয়ার্ডে আলহাজ্ব হুমায়ুন কবির, আতিকুর রহমান ভুটু , জীবন খান , মিজানুর রহমান খান রিপন , আলী হোসেন আলা, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. রুহুল আমিন, মহসিন ভূঁইয়া, মো. আওলাদ হোসেন, ৯ নং ওয়ার্ডে মো. শাহ জালাল, সিরাজুল ইসলাম, ১০ নং ওয়ার্ডে হাজী ইফতেখার আলম খোকন, ১২ নং ওয়ার্ডে মিজানুর রহমান চঞ্চল, ২১ নং ওয়ার্ডে আলী আজহার তৌফিক, ২২ নং ওয়ার্ডে মো. শাহ আলম, ২৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মো. অহিদুল ইসলাম, ২৪ নং ওয়ার্ডে এড. আনোরুল আলম রিপন, ২২, ২৩, ২৪ নং সংরক্ষিত মহিলা পদে শারমিন আকতার ডলি সহ অন্যান্য প্রার্থীরা।
জেলা নির্বাচন রিটারিং অফিসারের তথ্য অনুযায়ী মেয়র পদে সর্বমোট ৯ জন , কাউন্সিলর পদে ১৮৮ জন ও সংরক্ষিত মহিলা পদে ৪০ মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা করেন।
বুধবার সকাল হতে বিকাল পর্যন্ত মেয়র পদে ১ জন, কাউন্সিলর ৫৩ জন ও সংরক্ষিত মহিলা পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আগামীকাল ২৪ নভেম্বর।প্রার্থী যাচাই বাছাই ২৬ এ ২৭ নভেম্বর।