বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ২০১৩ সালের একটি নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব সহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে ।
রবিবার ( ১ জুলাই ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে এই চার্জগঠন হয় ।
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল রহিম জানান, ২০১৩ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নাশকতার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব সহ ৭৩ জন কে আসামী করে একটি নাশকতার মামলা দায়ের করা হয় । মামলা নং ৪০( ১১ ) ২০১৩ ।
এই মামলার চার্জ গঠনের দিন নির্ধারণ ছিল রবিবার । মামলার প্রধান আসামি খায়রুল ইসলাম সজিব সহ ২৬ জনের উপস্থিতিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে চার্জগঠনের শুনানি অনুষ্ঠিত হয় । এবং শুনানি শেষে মামলার ৭৩ জন আসামির বিরুদ্ধেই চার্জগঠন হয় ।