বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিষ্টার্ড গ্র্যাজুয়েটস, প্রতিনিধি নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারনা শেষে, নাশকতার দুটি মামলায় আদালতে হাজিরা দিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম। বুধবার (২০ ডিসেম্বর) পৃথক দুই আদালতে হাজিরা দেন তিনি।
এ সময় তার পক্ষের আইনজীবী এড. আনিছুর রহমান মোল্লা ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম এর এই প্রতিবেদককে জানান, বন্দর থানার দায়ের কৃত (৯(১) ২০১৫ এর মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহানের আদালতে হাজিরা দেন সাবেক সাংসদ এড. আবুল কালাম। পরে বেলা ১২টায় বন্দর থানার দায়ের কৃত ৫(১২) ২০১২ এর আরেকটি মামলায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্ত’র আদালতে হাজির হন।
এ সময় এড. আবুল কালাম এর পক্ষের আইনজীবী হিসেবে আরও উপস্থিত ছিলো, এড. রফিক আহম্দে, এড. জাকির হোসেন, এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমূখ।