বিজয় বার্তা ২৪ ডট কম
আবারো ৩য় বারের মত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ টিটু। নির্বাচনে মাহবুবুর রহমান মাসুম পেয়েছে ৩১১ টি ভোট এবং তানভীর আহমেদ টিটু পেয়েছে ৫২২ টি ভোট। ভোট বাতিল হয়েছে ৮ টি। মোট ভোট গণনা হয়েছে ৮৪১ টি।
শনিবার( ২১ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয় এ ভোটগ্রহন, চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১১৪৫ জন ভোটারের মধ্যে ৮৪১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, তার সহযোগী হিসেবে ছিলেন জি এম ফারুক, হাবিবুর রহমান বাদল।
এদিকে সভাপতির পদ ছাড়া অন্য দশ পদের প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে ডা. একে শফিউল আলম ফেরদৌস ও বিপ্লব সাহা। পরিচালক পদে খাজা একরামুল হক টিটু, কৌশিক সাহা, মো.সাইদুল্লাহ হৃদয়, মো শাহিন, এস এম শাহিন, মো. আশিক উজ জামান, ইদী আমিন ইবরাহীম খলিল, তোফাজ্জল হোসেন মুকুল
এসময় ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোট দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নাঃগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ এডঃ হোসনে আরা বাবলী।