বিজয় বার্তা ২৪ ডট কম
হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ১৬ তম ম্যাচে সহজ জয় পেয়েছে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী। গতবারের সেমিফাইনালিষ্ট আলীগঞ্জ এবার শক্তিতে দূর্বল দল গড়েছে। বড় দলের সাথে খেলতে এসে খেলোয়াড়দের ভিতরে যে জেদ থাকার কথা তার ছিটেফোটাও দেখা গেলনা আলীগঞ্জের খেলায়। তারা হেরেছে ৬ উইকেটে। বহিরাগত কোটায় খেলা সাইদ সরকার ও আরিফুল ইসলাম জনি দলের হাল না ধরলে তাদের রান কোথায় যেত সেটা একটা প্রশ্ন। ৫ম উইকেট জুটিতে তারা রান পায় ১০২ রান। সকালে টস জিতে প্রথমে আলীগঞ্জকে ব্যাট করতে পাঠায় একাডেমীর অধিনায়ক ইমন। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করে আলীগঞ্জ ক্লাব ৪৬.১ ওভারে ২০৯ রান তোলে। ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন আলীগঞ্জের সাইদ সরকার। মাত্র ৪২ বলে ৮ ছক্কা ও ৪ বাউন্ডারিতে সাইদ আউট হন ৭৫ রানে। আরিফুল জনি ৪ রানের জন্য অর্ধশত রান থেকে বঞ্চিত হন। আমানুল্লাহ ১ চারে ২০,ফয়সাল ইমরান ও সজিব খান ১৮ রানে আউট হন। ক্রিকেট একাডেমীর গোলাম রাব্বি ২৩ রানে তুলে নেন ৫ উইকেট। ২১০ রানের লক্ষ্যমাত্রা পায় একাডেমী। শুরুতে ধাক্কা খেলেও সামলে নেয় ৩ উইকেট জুটি। মাহিদুল ইসলাম অঙ্কন ও আল রাকিব ঠান্ডা মাথায় আলীগঞ্জের প্রতিটি বোলারকে মোকাবেলা করেছেন। অঙ্কন ৯৯ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৩ রানে আউট হন। আল রাকিব এর পরই আউট হন ৫৩ রানে। ১১৪ বলে আল রাকিব চার মেরেছেন ৪টি ছক্কা মেরেছেন ১টি। বোলিংএ মার খাওয়া রাফসান মনের ঝাল মিটিয়েছেন ব্যাট হাতে নেমে। ১৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ২৮ রান। ইমরান জহির ১ ছক্কায় ১১ রান করেন। আলীগঞ্জ ক্লাবের নাহিদ ৪০ রানে পান ২ উইকেট।