বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশে এই প্রথম কোন সংগঠন বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করলো। ডান্ডিনগরী এই জেলা থেকে পরিচালিত ‘‘নারায়ণগঞ্জ ওয়ার্ল্ড কমিউনিটি’’ (NWC) নামক একটি ফানপ্যাজের উদ্যোগে এবং (swid) এর সহযোগিতায় বুধবার দিন ব্যাপী শহরতলীর পঞ্চবটিস্থ এ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের সুন্দর ও মনোরম পরিবেশে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ফানপ্যাজের ফাউন্ডার ও nwc24.com প্রকাশক মোঃ সেলিম সিদ্দিকীর ব্যবস্থাপনায় এবং হপি২৪.পড়স’র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র সঞ্চালনায় বুদ্ধি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর এ আয়োজনে অন্যান্যের মধ্যে অংশ নেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি এম সামাদ মতিন,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মোস্তাক আহমেদ সুমন, অগ্রবাণী প্রতিদিনের সাংবাদিক শাহরিয়ার প্রধাণ ইমন,,(swid) এর শিক্ষক মোঃ ফজলুল আমিন,মোঃ ইদ্রিস খান,রুমা আক্তার,মোঃ মেতালেব,মৌসুমি আক্তার,আফসানা আক্তার আলপনা প্রমুখ। প্রায় অর্ধ শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী এ আয়োজনে অংশ নেয়। অংশগ্রহণকারীদের মাঝে চিত্রাংকন এবং বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।