বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ৩ উপজেলায় ১৬ টি ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।. আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত জেলার কোন কেন্দ্রে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে পুরুষ ও মহিলা ভোটারদের। জেলার ১৬ টি ইউপিতে মোট ২৭৬টি ভোট কেন্দ্রে ১৮’শ ৪১টি বুথে ভোটগ্রহণ চলছে। ১৬ টি ইউপির চেয়ারম্যান পদে ৪৬ জন, পুরুষ মেম্বার পদে ৫৩৬ জন ও নারী মেম্বার পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ১৬টি ইউপিতে ৬ লাখ ৭৮ হাজার ৬৮১ জন ভোটার রয়েছেন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন স্ব স্ব প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে তুলনামূলক ভাবে মহিলা ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ভোটের পরিবেশ শান্তিপূর্ন রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরকরা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসন। ভোটাররা ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করছেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।