বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের তিনটি পয়েন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১৭ মিনিটে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের লোগো উন্মোচন ও ক্ষণগণনা উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উদ্বোধণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি ফুটানো হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া শহীদ মিনার ও দেওভোগ লেক পাড় এই তিনটি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ২৭ টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সকল ইউনিটের মুক্তিযোদ্ধারা ও জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সহ অন্যন্যরা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টা ২০মিনিটে রাজধানী তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক ও বেসমারিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।