বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে জেলা পরিষদ কার্যালয়ের পাশের বস্তিতে ভয়াবহ আগুনে শতাধিক ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বৃহষ্পতিবার দিনগত রাত ৩ টা ৩৫ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট। আগুন লাগার সঙ্গে সঙ্গে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সমস্ত বস্তিতে। বস্তির পাশে সিএনজি স্টেশন থাকায় আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী।
ভুক্তভোগী ঝুট ব্যবসায়ীদের কয়েকজন জানান, প্রায় শতাধিক ঝুটের গোডাউন আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এখানে এর আগেও দুইবার আগুন লাগে। এইবার নিয়ে তিন বার এই একই জায়গায় আগুনে লাগে। পরিকল্পিতভাবে কেউ চক্রান্ত করে এই ঝুটের গোডাউনে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আরেফিন সিদ্দিক জানান, এই বস্তিতে এবার নিয়ে তিনবার এর মত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে না। তদন্তের পরে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত বলা যাবে।
Discussion about this post