বিজয় বার্তা ২৪ ডট কম
করোনার হটস্পট নারায়ণগঞ্জে এই পর্যন্ত ২১৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুধু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আছে মোট আক্রান্ত ১৫৪ জন। এর পর সদর উপজেলায় বেশি রোগী আক্রান্ত হয়েছে। সেখানে শনাক্ত হয়েছে ৩৪ জন। জেলায় এই পর্যন্ত মারা গেছেন ১৫ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১১ জন। সদর উপজেলায় মারা গেছেন ৪ জন। এই পর্যন্ত জেলায় মোট ১৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এইসব তথ্য জানা যায়। এছাড়া গত চব্বিশ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জন জেলায় মৃত্যুবরন করেন।
এদিকে সকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে নারায়ণগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে জানতে চান। তখন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে। মৃত্যুর হারও এই জেলায় বেশি। কিন্তু এখানে কোন পরীক্ষাগার স্থাপন করা হচ্ছে না। মানসম্মত মাস্ক পাননি বলেও জানান ডা. সঞ্চয়।
তার কথা শুনে নারায়ণগঞ্জে এতো বেশি করোনা রোগী সংক্রমিত হওয়ার পরও সেখানে কোন ল্যাব কিংবা রিসার্চ সেন্টার নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অবিলম্বে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার মাধ্যমে শনাক্তের জন্য পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। যতক্ষন সেটি না করা যায় ততক্ষণ আলাদা একটি টিম গঠন করে দিয়ে ঢাকায় নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দিতে বলেন তিনি। যেহেতু নারায়ণঞ্জে সংক্রমনের পরিমানটি বেশি।