বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানার ১৩ পুলিশ সদস্য সহ নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। থানার ৩ এসআই, ৪ এএসআই ও ৬ কনস্টেবল তারা বাড়িতে আইসোলেশনে আছেন। জেলায় গত চব্বিশ ঘন্টায় কোন মৃত্যু নেই। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ১০০ জন ও মোট আক্রান্ত ৪৫৩০ জন। জেলায় মোট ১৯৮৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় নতুন ১০৯ জন সহ মোট ২১৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ চারদিন যাবৎ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মানুষের নমুনা পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালটির কর্তৃপক্ষ জানান, কীট সংকটের কথা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছিল। ১৮ জুন কীট প্রেরণ করার কথা ছিল, আসে নি। যেহেতু কীটের অভাবে পরীক্ষা সম্ভব না, তাই আজ ২০ জুনও নমুনা সংগ্রহ করা হবে না। দ্রুতই কীট আসবে। আসলেই নমুনা সংগ্রহ ও পরীক্ষা দু’টিই স্বাভাবিক হবে।